এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
ভৈরবে মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তর্রা। নিহত কামাল পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার তিন মেয়ে দুই ছেলে। সে পরিবারের একমাত্র উপার্জনকারি।
আজ বুধবার ভোর রাতে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার নিমার্ণাধীন একটি মসজিদের সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে কামাল।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি
পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় শহরের ভৈরবপুর এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী উমান মিয়া দলবলসহ একই এলাকার ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের সাথে মাদক ব্যবসা ও আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এর পর থেকে সন্ত্রাসী উমান তার দলবল নিয়ে রাতের বেলা প্রতিপক্ষসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয় । এই ঘটনার পরই বুধবার ভোর রাতে সন্ত্রাসী উমান বাহিনী সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ফেরার পথে স্থানীয় নিমাণার্ধীন মসজিদের নৈশ্য প্রহরী মো.কামাল মিয়াকে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে তার অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে মৃত্যুবরণ করেন।
নিহতের ছোট ভাই জামাল মিয়া জানান, আমার বড় ভাই মসজিদের নৈশ প্রহরির দায়িত্ব পালনের সময় একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী বড় ভাইকে মাথায় ও পিঠে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জানান, সন্ত্রাসীদের হামলায় মসজিদের নৈশ্য প্রহরী হত্যার ঘটনাটি অবগত হয়েছি । তবে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে।