নড়িয়া উপজেলা উদীচীর নতুন সভাপতি জীবুল, সম্পাদক মুন্না

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আখতারুজ্জামান জীবুল’কে সভাপতি ও মো. সাইদুল হক মুন্না’কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উদীচীর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এমএম আলমগীর ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম রিপন এ কমিটির অনুমোদন করেন। বুধবার (২ ফেব্রুয়ারী) রাতে নবনির্বাচিত সাধারন সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি সুলতান মাহমুদ মাহমুদ স্বপন, দীপালী রানী রায়, মো. কামাল হোসেন, রোকসানা, রীতা ভট্টাচার্য্য, সহ-সাধারন সেকেন্দার আলমম রিন্টু, নুরুজ্জামান সোহাগ, কোষাধক্ষ্য মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মনির,দপ্তর সম্পাদক মামুন সরদার, নাট্য সম্পাদক কে.এম.ধ্রুব, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক হালিম আজাদ, প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক ছৈয়াল, কার্যকরী সদস্য ছাবিহা খান, মো. শাহআলম, আতিকুর রহমান, সঞ্জয় দে, আতিক ইকবাল রবিন, এনামুল হক তাছের, মিজানুর রহমান সোহাগ, বিএম মোতালেব হোসেন, সু প্রিয় সায়্যিদিন ও শেখ সুমাইয়া সুমু।

সর্বশেষ