মাহমুদউল্লাহ-রাসেলে প্রথম হারের স্বাদ পেল কুমিল্লা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫০ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ার্স।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মিনিস্টার ঢাকার। দলীয় ৭ রানের মাথায় সাজঘরে ফিরেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। শেহজাদের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে অন্য ওপেনার তামিম ইকবালকে সঙ্গী করে ৪৮ রানের জুটি গড়েন ইমরানউজ্জামান। তবে ব্যক্তিগত ১৫ রানের মাথায় ইমরানকে ফিরিয়ে সেই জুটি আর বড় হতে দেয়নি করিম জান্নাত। সঙ্গীকে হারিয়ে ৪৬ রানের মাথায় তানভীর ইসলামের শিকার হয়ে ফিরেন তামিম ইকবাল।

এইদিন ব্যাট হাতে নেমে উইকেটে ঝড় তুলতে পারেনি দুই হার্ডহিটার শুভাগত হোম এবং আন্দ্রে রাসেল। শহিদুল ইসলামের শিকার হয়ে শুভাগত ফিরেন ১১ রান করে অন্যদিকে শুভগতর সমান রান করে তানভীর ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন রাসেল। নিজেদের ইনিংসের শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ বলে ৭০ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে মিনিস্টার ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ার্সের হয়ে তানভীর ইসলাম নেন ২টি উইকেট ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম এবং করিম জান্নাত।

জবাব দিতে নেমে ঢাকার পেসার রুবেল হোসেনের শিকার হয়ে কোন রান না করে সাজঘরে ফিরেন ওপেনার লিটন দাস। তিনে ব্যাট আজ উইকেটে থিতু হওয়ার আগে ব্যক্তিগত ৮ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরেন ফাফ ডু প্লেসি। ডু প্লেসির বিদায়ে এইদিন চারে ব্যাট করতে নামা অধিনায়ক ইমরুল কায়েসকে সঙ্গী করে ৭০ রানের জুটি গড়েন অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ব্যক্তিগত ২৯ রানের মাথায় আন্দ্রে রাসেলের শিকার হয়ে ইমরুল কায়েস ফিরলে ভাঙে ভয়ঙ্কর হয়ে উঠা কুমিল্লার তৃতীয় উইকেট জুটি। সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ৪৫ রানের মাথায় আন্দ্রে রাসেলের শিকার সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয়।

দলের এমন অবস্থায় এইদিন উইকেটে থিতু হতে পারেনি প্রোটিয়া ব্যাটার ডেলপোর্ট। ব্যক্তিগত ৩ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরেন তিনি। শেষদিকে দলের বাকি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে ১৩১ রানে গুড়িয়ে যায় কুমিল্লা। ঢাকার হয়ে আন্দ্রে রাসেল নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন এবাদত হোসেন এবং কায়েস আহমেদ। ১টি উইকেট নেন রুবেল হোসেন।

এইদিকে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে বরিশালের ইনিংস। জবাব দিতে নেমে ১৩৫ রানে গুড়িয়ে যায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোরঃ
মিনিস্টার ঢাকা ১৮১/৬ (২০ ওভার)
মাহমুদউল্লাহ ৭০* তামিম ৪৬
তানভীর ২/৩৬ মোস্তাফিজুর ১/২৬

কুমিল্লা ভিক্টোরিয়ার্স ১৩১/১০ (১৭.
মাহমুদুল হাসান ৪৫ কায়েস ২৯
রাসেল ৩/১৭ এবাদত ২/২১

ফলাফলঃ মিনিস্টার ঢাকা ৫০ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মাহমুদউল্লাহ

সর্বশেষ