তরিকুল ইসলাম লাভলু, ঢাকা: নারী উদ্যোক্তাদের জন্য ‘অ্যাবাউট সফট স্কিল ট্রেনিং’-এর আয়োজন করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। চলে দুপুর ১ টা পর্যন্ত।
পুরো আয়োজনে সহযোগিতায় রয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন, আইসিটি ডিভিশন, সিল্কওক গ্লোবাল লিমিটেডের সিইও ও উই-এর অ্যাডভাইজার সৌম্য বসু।
নারী উদ্যোক্তাদের উদ্দেশে ‘উই’-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা স্বাগত বক্তব্যে বলেন, ‘আপনারা যা শিখছেন, উই-এর গ্রুপে শেয়ার দিয়ে অন্য অন্যদের জানার সুযোগ করে দেবেন।
তিনি বলেন, ‘আমরা পৃথিবীকে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প জানাতে চাই। একইসঙ্গে তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগও করে দিতে চাই। সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ধানমন্ডি শাখায় গিয়ে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী এসেছেন| সেই সঙ্গে ৬০০ জন শিক্ষার্থী অনলাইনে যুক্ত হয়েছেন|
যারা ‘উই’ সাবস্ক্রাইবার ও ‘উই’-এর উদ্যোক্তা আছেন, তাদের সবার জন্য এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়।
রাজধানীর মিরপুর থেকে এসেছিলেন আইরিন আক্তার অ্যানি। ‘আইরিন কুকিং এন্ড বেক’ নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে অনলাইন বিজনেস করছেন। তিনি বলেন, ‘আমরা যেহেতু অনলাইন বিজনেস করি, তাই ইন্টারনেট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকাটা খুবই জরুরি। ‘উই’ প্লাটফর্ম এর মাধ্যমে ট্রেনিংয়ে যোগ দিয়ে সেই ধারণাটা নিতে পারছি।’
ট্রেনিংয়ে ইন্টারনেটের মাধ্যমে কীভাবে সহজে ব্যবসা করা যায়, সে বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। একইসঙ্গে গ্রাহকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে প্রতিবন্ধকতা ছাড়া যোগাযোগ করা যায়। সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন তাসনিয়া আলম নামে এক নারী উদ্যোক্তা, ফেসবুকের মাধ্যমে খাবারের ব্যবসা করেন। তিনি বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছি। উই-এর মাধ্যমে সফট স্কিলের ক্লাসগুলো করছি। ক্লাসগুলোর মাধ্যমে ই-মেইলের মাধ্যমে কীভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা শিখছি।’
ট্রেনিংয়ের ক্লাসগুলো নিচ্ছে দক্ষ ট্রেইনাররা। ট্রেনিংয়ে মোট ১২টি ক্লাস রয়েছে। ট্রেনিং অংশগ্রহণকারী উদ্যেক্তারা প্রতি মাসে একটি করে ক্লাস করতে পারবেন। একইসঙ্গে সব ক্লাস করার পর তারা সার্টিফিকেট পাবেন।
উদ্যোক্তারা যেন তাদের উদ্যোগগুলো নিয়ে ভালোভাবে কথা বলতে পারেন, তাদের উদ্যোগকে ভালোভাবে ফুটিয়ে তোলা, তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, এই ব্যাপারগুলো শিখতে পারবেন এই সফট স্কিল ট্রেনিংয়ে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক এই প্রশিক্ষণ সিরিজ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।