চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে আদালতের রুল
চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে আদালতের রুল
ঢাকা ০১ ফেব্রুয়ারি ২০২২ :
চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে ও পুনর্বাসন করতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে আদালতের রুল।
আজ ০১ ফেব্রুয়ারী, ২০২২ মহামান্য হাইকোর্ট পুরোনো ঢাকাসহ মহানগরীর বিভিন্ন জায়গায় কেমিক্যাল থেকে অগ্নিকান্ড প্রতিরোধে ৫ টি পরিবেশবাদী ও মানবাধিকার সংস্থা ও চুড়িহাট্টার অগ্নিকান্ডে নিহত ২ ব্যক্তির পরিবারের সদস্যদের দায়ের করা একটি জনস্বার্থমূলক মামলায় (নং-১০২৭৮/২০২১) কারণ দর্শানোর নোটিশসহ অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেছেন।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ভুক্তভোগী জনগণের পক্ষে মোছাঃ ফাতেমা আক্তার এবং মোঃ নাসির উদ্দীন উল্লেখিত জনস্বার্থমূলক মামলাটি দায়ের করেন।

সর্বশেষ