মোঃ আরিফুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি : ওমিক্রন সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য বেনাপোল স্থল বন্দরে ( ৮৯১ ) ও (৯২৫) হ্যান্ডলিং শ্রমিকের মাঝে মাস্ক তুলে দেন শার্শা উপজেলা প্রশাসন । জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ৷
সোমবার (৩১ জানুয়ারী) সকাল ১১টার সময় আক্তারুুজামানের সভাপতিত্বে,ও খলিলুর রহমানের সঞ্চালনায় স্থল বন্দরের ৮৯১ / ৯২৫ কর্মরত হ্যান্ডলিংক শ্রমিকের ইউনিয়ন কার্যালয়ে মাস্ক শ্রমিকের মাঝে মাস্ক বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন , মামুন কবীর তরফদার ,উপ-পরিচালক স্থল বন্দর বেনাপোল , ৮৯১ ,সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীর আলম যানে, ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি , রাজু আহম্মেদ , সহ-সাধারণ সম্পাদক , সাগর বিশ্বাস ,সাংগঠনিক সম্পাদক ,হাসানুজামান হাসান , সুকুর আলী, আব্দুল কাদের, হাফিজুর রহমান ,মিলন হোসেন, ইন্তাজুর রহমান , আব্দুল গনি, আব্দুল হাই কালু ,জাহাঙ্গীর পাটোয়ারী,আফিল উদ্দিন ,ছোয়ারব হোসেন ,আজিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।