গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে ডাবল হ্যাটট্রিক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ ডাবল হ্যাটট্রিকের রেকর্ড। একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যত ডাবল হ্যাটট্রিকঃ রশিদ খান(আফগানিস্তান)ঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল হ্যাটট্রিকটি এসেছিল আফগান লেগি রশিদ খানের হাত ধরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম এই রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১৯ সালে এই কীর্তি গড়েছিলেন রশিদ। যেখানে রশিদের টানা চারটি বলে আউট হয়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, শেন গেটকেট এবং ও সিমি সিং। ২. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)ঃ রশিদ খানের পর একই বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। টানা চার বলে মালিঙ্গা আউট করেছিলেন চার কিউই ব্যাটার কলিন মানরো , হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্রান্ডহোম এবং রস টেলরকে। ৩.কার্টিস ক্যাম্পার(আয়ারল্যান্ড)ঃ হোল্ডারের আগে সর্বশেষ ডাবল হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ক্যাম্পার। যেখানে ক্যাম্পারের চার বলে শিকার হন কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট স্কট এডওয়ার্ডস এবং রিওলফ ফন ডার মারয়ে। ৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)ঃ গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চার ইংলিশ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল হ্যাটট্রিক করার রেকর্ড অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। যেখানে তিনি ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদের পর সরাসরি বোল্ড করেছিলেন সাকিব মাহমুদকে।