বরিশালে বোমা তৈরীর সরঞ্জাম সহ বোমা বাবুল কে আটক করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টারঃ- ভোলার আলোচিত বোমারু বোম বানানো কারিগর একাধিক মামলার পলাতক আসামী ও ঘটে যাওয়া স্থানীয় নিবার্চনে বোমা বিষ্ফরন করার অভিযুক্ত অপরাধী কে আটক করেছে বরিশাল র‍্যাব ৮।
নগরীর রুপাতলীর র‍্যাব-৮ কার্যালয়ে মেজর জাহাঙ্গীর এক প্রেস বিফিং এ সাংবাদিকদের জানায়, দীর্ঘ দিন গোপন সংবাদে দক্ষিনাঞ্চলের এই আলোচীত বোমারু একাধিক মামলার অভিযুক্ত পলাতক আসামী বোমা বাবুল কে বরিশাল লঞ্চ ঘাট থেকে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে আটক করা হয়।
এসময়ে তার সাথে বোমা তৈরীর বিপুল পরিমান গাং পাউডার, কৌটা, মার্বেল, বিয়ারিং বল, কাচেঁর টুকরা ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে বোমা তৈরী ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে কোতয়ালী থানায় হস্তান্তর করেন।

সর্বশেষ