এম আর ওয়াসিম , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে দুটি কয়েল কারখানাকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ ২৪ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে ভৈরব শহরের জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি কয়েল কারখানায় অভিযান চালানো হয়। কারখানা গুলোতে তাদের লাইসেন্সকৃত নিজস্ব ব্র্যান্ডের বিপরীতে অন্য কোম্পানীর নামে অবৈধভাবে কয়েল উৎপাদন ও কেমিষ্ট না থাকার অপরাধে আলম ট্রেডিংকে ২৫ হাজার ও সজিব কনজুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ বিএসটিআই ইন্সপেক্টর আব্দুল মান্নান ও ভৈরব থানার এসআই বাপ্পি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ বলেন, দুটি কয়েল কারখানাকে বিভিন্ন অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।