বরিশালের বিপক্ষে ঘুরে দাঁড়ালো ঢাকা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মিনিস্টার ঢাকা।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। দলীয় ২১ রানের মাথায় শুভাগত হোমের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ওপেনিং সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন অন্য ওপেনার সৈকত আলি। উইকেটে নেমে ডাক হয়ে তরুণ তৌহিদ হৃ‍দয় ফিরলে মাত্র ২৩ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে বরিশাল।

দলের এমন অবস্থায় অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গী করে শুরুর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলো ক্রিস গেইল। তবে ব্যক্তিগত ২৩ রানের মাথায় সাকিব আল হাসানকে ফিরিয়ে তাদের গড়া চতুর্থ উইকেটের ৩৭ রানের জুটি ভাঙেন পেসার রুবেল হোসেন। মাহমুদউল্লাহ রিয়াদের করা পরের ওভারে ১ রান করে বিদায় নেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানও। এইদিকে সাকিবকে যোগ্য সঙ্গ দেওয়া ক্রিস গেইলকে ৩৬ রানের মাথায় ফেরান লঙ্কান পেসার ইসুরু উদানা। তবে নিজেদের ইনিংসের শেষদিকে ডোয়াইন ব্রাভোর ৩৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ পায় বরিশাল। ঢাকার হয়ে উদানা এবং আন্দ্রে রাসেল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন হাসান মুরাদ, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ এবং শুভাগত হোম।

বরিশালের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ রানে ৪ ব্যাটারকে হারিয়ে বসে ঢাকা। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে শুভাগত হোমকে সঙ্গী করে ৬৯ রানের জুটি গড়ে দলের রানা চাকা সচল রাখেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ব্যক্তিগত ২৯ রানের মাথায় ডোয়াইন ব্রাভোর শিকার হয়ে শুভাগত ফিরলে ভাঙে ঢাকার ভয়ঙ্কর হয়ে উঠা সেই জুটি। শুভাগতর বিদায়ে এইদিন ব্যাট করতে নামা আন্দ্রে রাসেলকে সঙ্গী করে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় মাহমুদউল্লাহ। তবে দলের জয় হতে এক রান দূরে থাকতে ব্যক্তিগত ৪৭ রানের মাথায় সাকিব আল হাসানের শিকার হয়ে ফিরেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ ফিরলেও ১৫ বলে ৩টি চার এবং ২টি ছয়ে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাসেল। বরিশালের হয়ে আলজারি জোসেফ এবং শফিকুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং ডোয়াইন ব্রাভো।

এইদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ২৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে আটকে যায় খুলনা।

সংক্ষিপ্ত স্কোরঃ
ফরচুন বরিশাল ১২৯/৮ (২০ ওভার)
গেইল ৩৬ ব্রাভো ৩৩*
রাসেল ২/২৭ উদানা ২/২৯

মিনিস্টার ঢাকা ১৩০/৬ (১৭.৩ ওভার)
মাহমুদউল্লাহ ৪৭ রাসেল ৩১*
শফিকুল ২/২০ জোসেফ ২/৩৪

ফলাফলঃ মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী।

সর্বশেষ