পঞ্চম বোলার হিসেবে সাকিবের ‘৪০০’

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ

স্বীকৃত  টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের হয়ে বল হাতে নেমে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবে উইকেট ৪০০।

এইদিকে সাকিব ছাড়া এতোদিন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করা বোলার ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো এবং সুনীল নারিনের সাথে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং আফগানিস্তানের রশিদ খান। যেখানে ৫৫৫ টি উইকেট নিয়ে সবার শীর্ষে ডোয়াইন ব্রাভো।

এছাড়া বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

সর্বশেষ