বেলাবতে ৫০০ একর জমিতে হচ্ছে অ্যাপারেল পার্ক: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ হচ্ছে। নতুন নতুন কর্মসংস্থান ও শিল্পায়ন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দিয়েছি। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বেলাবতে পাঁচটি রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (২২ জানুয়ারি) বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিল্পমন্ত্রী।

প্রকল্পগুলোর মধ্যে ‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় রাস্তা ৪টি হচ্ছে-চর উজিলাব বাবৈচা-বেলাব ডিসি রোড ভায়া তানিয়া মেম্বারের বাড়ি- নয়নের বাড়ি পাকা রাস্তা (৮০০ মিটার), সীমের গোপাট-চর লক্ষ্মীপুর প্রাইমারী স্কুল রাস্তা (৫০০ মিটার), টানলক্ষ্মীপুর নুরু ফকির মাজার- রঙ্গার বাড়ি রাস্তা (১ কিলোমিটার), বীরবাঘবে রেনু মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ ধুরু স্কুল ভায়া ইদ্রিস সিদ্দিকের বাড়ি (১ কিলোমিটার) এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় বেলাব বাজার-দুলালকান্দি রাস্তা (৩.০৯ কিলোমিটার)।

সর্বশেষ