আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দলীয় ৬ রানের মাথায় ওপেনার কেনার লুইসকে হারায় তারা। তিনে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ধ্রুব ফিরেন আলজারি জোসেফের শিকার হয়ে মাত্র ৬ রান করে। এইদিন চারে ব্যাট করতে নেমে অভিজ্ঞ সাব্বির রহমান ফিরেন ৮ রান করে। অনেক্ষণ এক প্রান্ত আগলে রাখা ওপেনার উইল জ্যাকস ফিরেন জ্যাক লিনটটের শিকার হয়ে ১৬ রান করে।
দলের এমন অবস্থান ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারেনি অধিনায়ক মেহেদী মিরাজ এবং শামীম পটোয়ারী। নাইম হাসানের শিকার হয়ে ৯ রান করে ফিরেন মিরাজ অন্যদিকে আলজারি জোসেফের শিকার হয়ে ১৪ রানে ফিরেন শামীম। তবে নিজেদের ইনিংসে শেষদিকে বেনি হাওয়েলের ২০ বলে ৩টি করে চার-ছয়ে ৪১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের হয়ে আলজারি জোসেফ নেন ৩টি উইকেট ২টি উইকেট নেন নাইম হাসান। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, লিনটেট এবং ডোয়াইন ব্রাভো।
চট্টগ্রামের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩ রানের মাথায় ওপেনার নাজমুল হোসেন শান্তকে হারায় ফরচুন বরিশাল। তিনে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ফিরেন ১৩ রান করে। দ্রুত দুই উইকেট হারিয়ে তরুণ তৌহিদ হৃদয়কে সঙ্গী করে শুরুর সেই ধাক্কাটা সামাল দিতে চেয়েছিলো সৈকত আলি। তবে ব্যক্তিগত ১৬ রানের মাথায় হৃদয়কে ফিরিয়ে ৩৪ রানের ছোট জুটি ভাঙেন মুকিদুল ইসলাম। সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় মেহেদী মিরাজের বলে বিদায় সৈকত আলি।
সৈকতের বিদায়ে মেহেদী হাসানের শিকার হয়ে ১৬ রান করে বিদায় নেন ইরফান শুক্কুর। তবে ডোয়াইন ব্রাভোর ১২ আর জিয়াউর রহমানের ১৯ রানের ইনিংসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল। চট্টগ্রামের হয়ে মেহেদী মিরাজ নেন ৩টি উইকেট একটি উইকেট নেন মুগ্ধ।
এইদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে মিনিস্টার ঢাকা। জবাব দিতে নেমে একওভার এবং ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২৫/৮ (২০ ওভার)
হাওয়েল ৪১ জ্যাকস ১৬
জোসেফ ৩/৩২ নাইম ২/২৫
ফরচুন বরিশাল ১২৬/৬ (১৮.৪ ওভার)
সৈকত আলি ৩৯ জিয়াউর ১৯*
মেহেদী ৪/১৬ মুগ্ধ ১/২৫
ফলাফলঃ ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরাঃ মেহেদী মিরাজ।