হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারী বিভাগ কর্তৃক ইলেকট্রিক্যাল পণ্য তৈরি সক্রিয় চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করেছে।
গতকাল ১১/০১/২০২২ তারিখে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে,কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় বাংলাদেশর সুনামধন্য ও খ্যাতিসম্পন্ন ব্রান্ড সুপারস্টার কোম্পানির ইলেকট্রিক পণ্য সামগ্রী নকল ভাবে উৎপাদন করে বাজারজাত করে আসছে । উক্ত ঘটনার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোঃআজহারুল ইসলাম মুকুল(অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) ,টিম লিডার ও গোয়েন্দা (ওয়ারী)বিভাগ,ডিএমপি,ঢাকা এর নেতৃত্বে ডেমরা জোনাল টিম এর অফিসার ও ফোর্স সহ যাত্রাবাড়ী থানাধীন ভাংগাপ্রেস শেখদি ওয়ার্ড-৬২,হোল্ডিং-৯৯/২ আব্দুল করিম ভিলা এবং যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া,শেখদি মাদ্রাসা রোড , হোল্ডিং ৮৫/৬৭, রিজিয়া মঞ্জিলে অভিযান পরিচালনা করে আসামী ১। মুক্তার আহমেদ (৩৪), পিত – আব্দুল মান্নান সরকার , মাতা – মনুয়ারা বেগম , থাকা- হাইমচর ,জেলা – চাঁদপুর , বর্তমানে ধনিয়া,ভাংগাপ্রেস শেখদি,যাত্রাবাড়ী থানাধীন বসবাস করেন। আসামী ২। জয়নাল আবেদীন(২৪) পিতা:শাহাজান গাজী,মাতা:সুফিয়া বেগম, একই স্থান থেকে দুইজনকে আটক করা হয়।
আটক করে তাদের দেখানো মতে সুপারস্টার ব্র্যান্ডে এর নকল ইলেকট্রিক্যাল সুইচ,সকেট,হোল্ডার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী জব্দ করা হয়।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় মামলা নং-৫১ তারিখ১১/০১/২০২২ ধারা-৪৮৩/৪৮৯/৪২০/৪০৬/৩৪প্যানেল কোডে মামলা রুজু করা হয়েছে।
আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন,তারা দীর্ঘ কয়েক বছর ধরে সংবদ্ধ একটি চক্র সুপার স্টার গ্রুপের পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করে আসিতেছিল ।
এই সক্রিয় সদস্য কম্পানির সুনাম বিনিষ্ট সহ নিম্নমানের পণ্য সামগ্রী তৈরি করে যেমন,আর্থিক ক্ষতি করেছে,তেমনি সাধারণ ক্রেতাদের ঠকিয়ে বিপুল মুনাফা অর্জন করেছে। একটি সংবদ্ধ নকল পণ্য উৎপাদনকারী মজুদকারী বিক্রয় ও বাজারজাতকরণ চক্রের সক্রিয় সদস্য তারা। প্রতারণামূলকভাবে মিথ্যা অনিবন্ধিত ট্রেড মার্ক ব্যবহার করে,অবৈধ বাণিজ্যিক নকল প্রতীক ব্যবহার করে সুনামধন্য সুপার স্টার গ্রুপ এর সুনামনষ্ট করেছে এবং সমস্ত ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী নিম্ন মানের কাঁচা মাল দিয়ে তৈরি করে সাধারণ মানুষের অগ্নি নিরাপত্তার মারাত্মক হুমকী সাধন করেছে।
ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন বিপিএম-সেবা এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ডেমরা জোনাল টিমের টিম লিডার মোঃআজহারুল ইসলাম মুকুল,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা (ওয়ারী) মোঃ তরিকুর রহমান জানান,এটি একটি নিয়মিত অভিযান মানবিক পুলিশ হিসেবে যেসব মানুষ অন্যকে ঠকিয়ে লাভবান হতে চায় আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরো বলেন, শুধুমাত্র একটি স্বনামধন্য কোম্পানি সুনামি নষ্ট হচ্ছে না বরং প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ যারা নিম্নমানের পণ্য সামগ্রী ক্রয় করে তাদের বাসায় স্থাপন করছে।তাদের জানমাল ও পরিবার নিরাপত্তাহীন অবস্থায় থাকছে যেকোনো সময় এই নিম্নমানের পণ্য নিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে বাড়িঘরে আগুন লেগে যেতে পারে ।আরোও ভয়াবহ ঘটনা ঘটতে পারে যার পরিপ্রেক্ষিতে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে যায়।
এ প্রসঙ্গে সুপার স্টার গ্রুপের সিও তোফায়েল আহমেদ বলেন,সুপার স্টার গ্রুপ ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন ও বাজারজাত করণের শীর্ষ অবস্থান অবস্থান করছে। আমরা যে পণ্য সামগ্রী উৎপাদন করি ইন্টারন্যাশনাল স্টান্ডার রুল ফলো করে পণ্য সামগ্রী উৎপাদন করি ।সেখানে যারা সুপারস্টার এর পণ্য সামগ্রী কপি বা নকল করছে তারা নিম্ন মানের কাঁচা মাল দিয়ে তৈরি করছে। ফলশ্রুতিতে ইলেকট্রিক সামগ্রী যে সেফটির বিষয়টি থাকেনা। এতে করে ক্রেতারা নিম্নমানের পণ্য ক্রয় করে যেমন, প্রতারিত হচ্ছে তেমনি বৈদ্যুতিক আগুন ধরে মানুষের জানমালের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) পুলিশের এই অভিযান কে আমরা সাধুবাদ জানাই এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রতিটি ক্ষেত্রে নকল পণ্য বাংলাদেশ যেন উৎপাদন বাজারজাত না করতে পারে এজন্য পুলিশের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।