নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
ইসলামপুর জামালপুর ১১ জানুয়ারি ২০২২:
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি হক খান বলেছেন, প্রচলিত শিক্ষার সাথে শিক্ষার্থীদের
নৈতিক ও মানবিক শিক্ষা প্রদান করতে হবে। কারণ শুধু অর্থনৈতিক অগ্রগতি দেশের উন্নয়নকে টেকসই করবেনা। এ বিষয়ে শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী আজ ১১ জানুয়ারি, ২০২২ খ্রি. মঙ্গলবার সকাল ১০.০০ টায় সরকারি ইসলামপুর কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সরকারি ইসলামপুর কলেজ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর সাড়ে তিন বছর সময়ের মধ্যে দেশের উন্নয়নের সকল ভিত্তি গড়ে গেছেন। স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থমকে গিয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শাহাদাতের ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আবারও উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বিদেশে চাল রপ্তানি করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। স্বল্পোন্নত দেশের পর্যায় হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গত বারো বছরে
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, সমুদ্র বিজয়, সীমানা বিরোধ নিষ্পত্তি, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ সহ সকল ক্ষেত্রে উন্নয়নের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে উন্নত রাস্ট্রে উন্নীত করতে আগামীপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সরকারি ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের (চার্লেস) চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মোঃ হাবিবুর রহমান চৌধুরী (শাহীন), নূর ইসলাম নূর, মোঃ আহসান হাবিব রাজা প্রমুখ।
এরপর ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগ সরকারি ইসলামপুর কলেজ শখা আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং প্রতিযোগী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ