বোল্ট-সাউদির তান্ডবে ‘১২৬’ রানে শেষ বাংলাদেশ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ৫২১ রানের বিশাল লক্ষ্য নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে খেই হারিয়ে বসে সফরকারী বাংলাদেশ। দলীয় ১১ রানের মাথায় দুই কিউই পেসার টিম সাউদি এবং টেন্ট বোল্টের বোলিং তোপে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বসে তারা। এইদিন উইকেটে থিতু হতে পারেনি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। টেন্ট বোল্টের বলে টম ব্যান্ডেলের হাতে তালুবন্ধী হয়ে ফিরেন ৮ রান করে।

দলের এমন পরিস্থিতিতে ষষ্ঠ উইকেট জুটিতে নুরুল হাসান সোহনকে সঙ্গী করে দলের শুরুর ধাক্কা সামাল দিতে চেয়েছিলো তরুণ ইয়াসির আলি। তবে ব্যক্তিগত ৪১ রানের মথায় নুরুল হাসানকে ফিরিয়ে বিপদজনক হওয়া এই জুটি ভাঙেন কিউই পেসার টিম সাউদি। সোহানের বিদায়ে বাংলাদেশ দলের ব্যাটারদে আসা-যাওয়ার মিছিলে শেষ ব্যাটার হিসেবে ৫৫ রান করে কাইল জিমিশনের শিকার হয়ে ফিরেন ইয়াসির আলি। বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১২৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে টেন্ট বোল্ট নেন ৫টি উইকেট ৩টি উইকেট নেন টিম সাউদি বাকি ২টি উইকেট নেন কাইল জিমিশন।

এইদিকে দিনের শুরুতে গতদিনের ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে দুই অপরাজিত ব্যাটার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। শুরুতে নিজের সেঞ্চুরি তুলে নিলেও বেশিদূর এগোতে পারেনি কনওয়ে। রান আউটের শিকার হয়ে কনওয়ে ফিরিয়ে কিউইদের দ্বিতীয় উইকেটের ২১৫ রানের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। কনওয়ের বিদায়ে এইদিন চারে ব্যাট করতে নামা অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গী করে ৪৮ রানের জুটি গড়েন ল্যাথাম। তবে ব্যক্তিগত ২৮ রানের মাথায় টেইলরকে ফিরিয়ে সেই জুটি আর বড় করতে দেয়নি এবাদত হোসেন।

দলের এমন অবস্থায় দ্রুত ফিরেন হেনরি নিকোলাস এবং ড্যানিল মিচেল। তবে ষষ্ঠ উইকেট জুটিতে টম ব্যান্ডেলকে সঙ্গী করে ৭৬ রানের জুটি গড়েন ল্যাথাম। ৩৪টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ২৫২ রানের মাথায় মুমিনুল হকের শিকার হয়ে ফিরেন ল্যাথাম। শেষপর্যন্ত ৬ উইকেটে ৫২১ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। টম ব্যান্ডেল অপরাজিত থাকেন ৫৭ রানে। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন নেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি নেন মুমিনুল হক।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৫২১/৬ ডিঃ (১ম ইনিংস)
ল্যাথাম ২৫২ কনওয়ে ১০৯
শরিফুল ২/৭৯ এবাদত ২/১৪৩

বাংলাদেশ ১২৬/১০ (১ম ইনিংস)
ইয়াসির আলি ৫৫ নুরুল হাসান ৪১
বোল্ট ৫/৪৩ সাউদি ৩/২৮

ফলাফলঃ বাংলাদেশ ৩৯৫ রানে পিছিয়ে।

সর্বশেষ