ডিজিটাল প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা প্রতিষ্ঠা ও দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা জানুয়ারি ১০ ২০২২ :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে। সকল কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে। অনেকাংশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সরকারের বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে, যা দিয়ে দেশের অনেক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
৯ জানুয়ারি মরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০নং গাইবান্ধা ইউনিয়নের উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বস্তরের জনগণ সকল সুবিধা ভোগ করছে। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির অর্থ, কৃষকের পণ্যের দাম, স্বাস্থ্য সেবা, চাকরির আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগসহ সকল সেবা এখন প্রযুক্তি ব্যবহার করে পাওয়া যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, শতভাগ বিদ্যুতায়ন ও যোগাযোগে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এটিএম আবু তাহের, ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রুকনোজ্জামান রুকন, ইসলামপুর এমএ ছামাদ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চার্লেস।