এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান (টিকা প্রদান) শুরু হয়েছে।(৮ জানুয়ারি) শনিবার সকালে বিশেষায়িত ট্রমা সেন্টার হাসপাতালে টিকা দানকর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মো.খোরশেদ আলম ।
এসময় সরকারি কে বি পাইলট ও এমপি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষার্থীদের করোনা সংক্রমণের প্রতিষেধক ফাইজার টিকা প্রদান করা হয়। বিকাল ৩ টা পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চলে।
টিকা নেয়ার পর এখনো কোন শিক্ষার্থীর পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন সমস্যা দেখা দেয়নি। তবে বর্তমানে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদানের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে টিকা প্রদানের আওতায় আনা হবে বলে জানান করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ খোরশেদ আলম।
তিনি আরো জানান কেউ টিকা নেয়া থেকে বাদ যাবেনা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এর আওতায় আনা হবে। টিকা নেয়ার পর এখনো কারো কোন সমস্যা দেখা যায়নি। সবাই সুস্থ আছে। আজ থেকে শুরু হয়ে আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে এ টিকা প্রদান। এছাড়াও টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।