শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সামান্য উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো কালের কন্ঠ শুভসংঘ।
৭ই জানুয়ারি শুক্রবার বিকাল তিনটার দিকে মনোহরদী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজার মাঠে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কন্ঠ শুভ সংঘ মনোহরদীতে শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ,শুভ সংঘের মনোহরদী উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা বি এ,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল আমিন তারেক, ফাতেমা আক্তার,সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন তালাশ, কোষাধ্যক্ষ মোঃ ফারুক আহমেদ, নির্বাহী সদস্য মোঃ খাদেমুল ইসলাম, শাহজাহান মোল্লা,মোবারক হোসেন ও হাফসাসহ কালের কন্ঠ শুভ সংঘ মনোহরদী উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।
কম্বল পেয়ে বেজায় খুশি হয়ে শেফালী নামে এক মহিলা বলেন, যারা আমাদের মত গরীব মানুষদের খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দিয়েছে আল্লাহ যেন তাদের বাঁচিয়ে রাখেন। তাদের কামাই রোজগারে বেশি বেশি বরকত দেন। তার সাথে আরেকজন কম্বল প্রাপ্ত বলেন,এই তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। নতুন কম্বল গায়ে দিয়ে রাতে ঘুমাতে পারবো। কম্বল প্রাপ্ত আরোও কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন,যারা কম্বল দিচ্ছে তারা আরো বড় হোক। তারা সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করুক।