আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
জাতীয় দলের হয়ে সদ্য সমাপ্ত হওয়া বছরে দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। তাইতো এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দিলো তাদের প্রাপ্য পুরষ্কার। পিসিবির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরষ্কার উঠেছে বর্তমান অধিনায়ক বাবর আজমের হাতে অন্যদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
তাছাড়া পিসিবির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন পেসার হাসান আলি। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন নিদা দার। বর্ষসেরা আম্পায়ার হয়েছেন আসিফ ইয়াকুপ। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ওয়াসিম জুনিয়র এবং বর্ষসেরা মূল্যবান ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।