সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে সাফল্যের পর ব্যাট হাতেও অসাধারণ খেলেছেন তিনি। তারপরও একটা আক্ষেপ থেকে যাবে মুমিনুলের। অল্পের জন্য যে সেঞ্চুরিটা হলো না তার!
২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন তিনি। বাঁচতে পারেননি রিভিও নিয়েও।
লিটন দাসের অবস্থাও একই। তিনিও শতক হাতছাড়া করেছেন, সাজঘরে ফিরেছেন ৮৬ রান করে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৯ রান। ক্রিজে আছেন ইয়াসির আলী রাব্বি (৫) ও মেহেদি হাসান মিরাজ (৪)। বাংলাদেশ এরই মধ্যে ৫১ রানের লিড নিয়েছে, হাতে আছে আরো ৪টি উইকেট।
উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছিল।
সূত্র: কালেরকন্ঠ