ভৈরবে ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা২ ঘন্টায় শেষ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে উদ্বোধনের দুই ঘন্টা পর ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনের
দুদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বেলা ১২ টায় উদ্বোধন হয়ে দুপুর ২ টায় সমাপ্ত হয়েছে । যদি ও বিজ্ঞান মেলা সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হবার কথা ছিলো।

৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনের রুমের ভিতরে কাপড়ের পেটেল তৈরি করে ১০টি স্টল বানিয়ে বসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল। সেসব স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাধারায় উদ্ভাবিত প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন। তবে ১০ টি স্টলের মধ্য ৮ টি স্টলে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । বাকি দুটি স্টলে ব্যানার আছে কিন্তু কোন শিক্ষার্থী নেই। সেসব প্রতিষ্টানগুলি হল
সরকারি জিল্লুর রহমান কলেজ, মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় ।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বলেন, দুদিন ব্যাপী ৪৩ তম বিজ্ঞান মেলা আজকে শুরু হয়েছে। করোনার কারণে বাহিরে খোলা মাঠে মেলার আয়োজন না করে উপজেলার অডিটোরিয়ামের ভিতরে সীমিত পরিসরে মেলা আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মেলা দুপুর ২ টায় দিকে শেষ করা হয়েছে। তবে আগামীকাল সঠিক সময়ে মেলা শুরু করবেন বলে তিনি জানান

সর্বশেষ