রাহুলকে অধিনায়ক করে ভারতের ওয়ানডে দল ঘোষণা

রাহুলকে অধিনায়ক করে ভারতের ওয়ানডে দল ঘোষণা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ লোকেশ রাহুলকে অধিনায়ক করে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ভারত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ভারত। যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল সঙ্গে সহকারি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তাছাড়া বিসিসিআইয়ে ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন দুই তরুণ ভেক্টেশ আইয়ার এবং ঋতুরাজ গ্রেগওয়ার্ড সঙ্গে আছেন সদ্য অধিনায়ক থেকে অবসর নেওয়া ভিরাট কোহলি।

একনজরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত দলঃ

লোকেশ রাহুল (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহঃ অধিনায়ক), রবীচন্দ্র অশ্বিন, রিশাভ পান্ট, ভেক্টেশ আইয়ার, ঋতুরাজ গ্রেগওয়ার্ড, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, ভিরাট কোহলি, শেখর ধাওয়ান, দীপক চাহার, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল এবং সূর্যকুমার যাদব।

সর্বশেষ