কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার দড়ি চন্ডিবের খালের মোড় এলাকা দিয়ে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পগোপন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজা সহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক বহনের অপরাধে ট্রাক্টরটি জব্দ করাহয়। র্যাব সূত্রে জানা যায়আজ ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক্টর আটক করে তল্লাশী করলে ইঞ্জিন কভারের ভিতর ও বডির নিচে টুলবক্স হতে ৭০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এসময় সোহেল নামে (১৯) জনকে গ্রেফতার করা হয়। সোহেল ব্রাহ্মণবাড়িয়াজেলার আশুগঞ্জ থানার চরচারতলা গ্রামের মুর্শিদ মিয়ার পুত্র বলে জানা যায়।মাদক পরিবহনের অপরাধে টাক্টরটি জব্দ করে র্যাব।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। বলেও জানায় র্যার।গ্রেফতারকৃত আসামী সোহেলের বিরুদ্ধে
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী অতিরিক্তপুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের