কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ইস্টার্ন হাইটস খ্রীষ্টিয়ান চার্চের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ইস্টার্ন হাইটস খ্রীষ্টিয়ান চার্চের সদস্যদের মাঝে এই সেলাই মেশিন গুলো প্রদান করেছেন, চার্চের পরিচালক রেভারেন্ড অসিত গাইন বলেন আমাদের চার্চের সদস্যাদের এগুলো প্রদান করেছি যাতে আর্থিক ভাবে উপকৃত হতে পারে এবং নিজেদের ও তাঁদের পরিবারের চাহিদা মিটিয়ে কিছু বাজার জাত করে নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে ,আমি তাদের সাফল্য কামনা করি। বিভিন্ন গ্রামের ইস্টার্ন হাইটস চার্চের পক্ষ থেকে চার্চের পরিচালক রেভারেন্ড অসিত গাইন মহোদয় কে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন রেভারেন্ড রিচার্ড সবল বাড়ৈ, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জেমস বাড়ৈ সহ অনেকে।