স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস : বস্ত্র ও পাট মন্ত্রী

স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস : বস্ত্র ও পাট মন্ত্রী

 

ঢাকা ২৯ ডিসেম্বর ২০২১ :

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহিদ সকল বীর মুক্তিযোদ্ধাকে বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে ।

আজ রাজধানীর ঢাকা কমার্স কলেজ কতৃর্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের মু্ক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস শোনাতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন, তাঁর অসমাপ্ত কাজটি তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

এসময় সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর সফিক আহম্মেদ সিদ্দিকসহ ঢাকা কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ