করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

চলতি মাসে টিভি শো এর পাশাপাশি বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে গত ২৭শে ডিসেম্বর (সোমবার) নিজ বাসায় হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। যার জন্য বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। তবে হাসপাতালে ভর্তির পর করোনা টেস্ট করা হলে প্রথমদফায় পজেটিভ আসে সৌরভের। তবে দ্বিতীয়বার পরিক্ষায় আবারো পজেটিভ আসে তার।

তবে এইদিকে সৌরভ করোনায় আক্রান্ত হলেও সুস্থ আছেন সৌরভ স্ত্রী এবং কন্যা

সর্বশেষ