আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃআন্তর্জাতিক ক্রিকটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস।
একসময় শ্রীলঙ্কা জাতীয় দলে নিয়মিত মুখ ছিলো অলরাউন্ডার জীবন মেন্ডিস। ছিলো বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর অন্যতম ক্রিকেটার। তবে আজ ২৮শে ডিসেম্বর (মঙ্গলবার) এক টুইট বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন মেন্ডিস নিজেই।
নিজের অবসরের ঘোষণা দিয়ে এই অলরাউন্ডার টুইটারে লিখেন, “শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে এটা দারুণ একটি যাত্রা ছিল। ২০১০ থেকে দলটির হয়ে খেলতে পেরে আমি গর্বিত। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এই যাত্রায় অনেক সুখকর মুহূর্ত পেয়েছি। আমি আমার সকল কোচ ও টিম ম্যাটদের ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ”
শ্রীলঙ্কার হয়ে তিনি ৫৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রান করেছিলেন ৬৩৬ এবং লেগব্রেক বোলিংয়ে উইকেট নিয়েছিলেন ৪৯টি। অন্যদিকে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছিলেন ১০৭ এবং বোলিংয়ে ১৪টি উইকেট আছে তার দখলে।