বিসিক জেলা কার্যালয় যশোরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন বিসিক চেয়ারম্যান
বিসিক জেলা কার্যালয় যশোরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন বিসিক চেয়ারম্যান
ঢাকা ২৬ ডিসেম্বর ২০২১ :
বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিসিক জেলা কার্যালয় যশোরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।
শনিবার জেলা অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মুহাঃ মাহবুবর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি জনাব মোঃ সাকির আলী, জেলা নাসিবের প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি জনাব শ্যামল দাশ, বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানটি সার্বিক ভাবে তত্তাবধান করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ গোলাম হাফিজ।
বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে পাঁচদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
ঢাকা ২৬ ডিসেম্বর ২০২১ :
বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে পাঁচদিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর ২০২১) নোয়াখালী -০৩ আসনের (বেগমগঞ্জ) সংসদ সদস্য মোঃ মামুনুর রশীদ কিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উপমহাব্যবস্থাপক জনাব মাহবুব উল্যাহ।
এসময় বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম পি মহোদয় বলেন ” আমি নিজেও বিসিকের একজন উদ্যোক্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় বিসিক-এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ