অধিনায়ক হিসেবে রুটের নতুন কীর্তি

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
অধিনায়ক হিসেবে নতুন এক মাইলফলকে নিজের নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। তবে তার আগে এক ইনিংস হাতে রেখে একপঞ্জিকাবর্ষে কোন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ দলপতি জো রুট। চলতি বছর এই টপ অর্ডার ব্যাটারের ব্যাট থেকে রান এসেছে ১৬৮০। যা কিনা একপঞ্জিকাবর্ষে কোন অধিনায়কের সর্বোচ্চ রান। এর আগে অধিনায়ক হিসেবে একপঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি ছিলো সাবেক প্রোটিয়া দলপতি গ্রায়েম স্মিথের দখলে। ২০০৮ সালে তার ব্যাট থেকে এসেছিলো ১৬৫৬ রান।

তাছাড়া এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডে তালিকার তৃতীয়স্থানে আছেন সাবেক অজি দলপতি মাইকেল ক্লার্ক। ২০১২ সালে এই অজি ব্যাটারের ব্যাট থেকে এসেছিলো ১৫৯৫ রান। আরেক সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং অধিনায়ক হিসেবে ২০০৫ সালে নিয়েছিলেন ১৫৪৪ রান।

সর্বশেষ