স্টেইনকে নিয়ে হায়দারাবাদের ডাগআউটে বসছে তারার মেলা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের জন্য তারার মেলা বসতে যাচ্ছে সানরাইজার্স হায়দারাবাদের ডাগআউটে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে দলের ভরাডুবির পর আসন্ন আইপিএলের পঞ্চদশ আসরের আগে দলের কোচিং প্যানেলের অনেককে ছাটাই করে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। যার কারগে গুঞ্জন উঠেছিলো বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিয়ে এবার নিজেদের কোচিং প্যানেল সাজাতে পারে ২০১৬ আইপিএল চ্যাম্পিয়নরা। হলোও তাই আইপিএলের পঞ্চদশ আসরে একাধিক চমক দিয়ে কোচিং প্যানেল সাজিয়েছে তারা। সাবেক অজি ক্রিকেটার টম মুডির সাথে সহকারি কোচ হিসেবে থাকছে সাইমন ক্যাটিচ। তারসাথে দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন লঙ্কান সাবেক কিংবদন্তি স্পিনার মুর্তিয়া মুরালিধরন।

তাছাড়া আইপিএলের পঞ্চদশ আসরের জন্য ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি এবং বর্তমান ধারাভাষ্যকার ব্রায়ান লারা। সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে রেখেছে তারা। আছে ফিল্ডিং কোচ হিসেবে হেমাং বাধানী।

সর্বশেষ