আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইয়ং মর্গ্যানকে অধিনায়ক করে ইতিমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবির ঘোষিত দলে চমক হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে পেসার ডেভিড পেইন। তাছাড়া দলে ডাক পেয়েছে পিল সল্ট এবং রিস টপলিও।
একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড দলঃ
ইয়ং মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, আদিল রশিদ, জেসন রয়, টম ব্যান্টন, জজ গার্টন, ডেভিড পেইন, রিস টপলি, সাকিব মাহমুদ, জেমস ভিন্স, পিল সল্ট, স্যাম বিলিংস, লিয়াম ডাওসন, তাইমাল মিলস, লিয়াম লিভিংস্টন এবং ক্রিস জর্ডান।