বঙ্গবন্ধু দেশ এবং দেশবাসীর কথা চিন্তা করতেন অহর্নিশ: ড. কলিমউল্লাহ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১৪৪তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ফেলো ড.তানভীর ফিত্তীণ আবীর এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান। সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু দেশ এবং দেশবাসীর কথা চিন্তা করতেন অহর্নিশ।বঙ্গবন্ধু সর্বক্ষণ দেশের মানুষের কথা ভাবতেন। তিনি আরো বলেন,বাংলাদেশকে একটি সুখী- সমৃদ্ধ দেশে পরিণত করার ধ্যানে মগ্ন থাকতেন বঙ্গবন্ধু।
প্রধান অতিথির বক্তৃতায় ড.আবীর বলেন,একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সালেক খান বলেন, মৃত্যুদূত যখন অস্ত্র হাতে বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে, তখনও তিনি মাথা নিচু করেন নি, কণ্ঠ তাঁর ম্রিয়মাণ হয় নি,তিনি হুংকার দিয়ে বলেছিলেন ” তোরা কারা? কি চাস তোরা? ”
সভায় বক্তারা বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের আছে নানা অর্জন, আছে নানা চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে এদেশের তরুণ সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, গড়ে তুলেছে ‘মুজিব বাহিনী’। ধ্বংস করেছে হানাদার বাহিনীর একের পর এক পরিকল্পনা। এনে দিয়েছিলেন গৌরবময় বিজয়। দিয়েছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়। কষ্টার্জিত এই বিজয় তাই আমাদের অস্তিত্ব, এগিয়ে যাবার প্রেরণা। কোনভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই মহান মুক্তিযুদ্ধের। বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক বঙ্গবন্ধুর সেই আদর্শ,চেতনা আর দেশান্তবোধ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকী এবং উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা ।

সর্বশেষ