আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের খেলা দেখে একদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বলবে বাবর-রিজওয়ানের মতো খেলোয়াড় আমাদের নেই। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
একটা সময় ছিলো যখন বিশ্বক্রিকেটে দাপিয়ে বেড়াতো ভারতীয় ক্রিকেটাররা। যাদের খেলা দেখার জন্য মাইলের পর মাইল ছুটে যেতো দর্শক। কিংবা বছর খানেক আগের কথা বললে তো সারাবিশ্ব বলতো ভিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো খেলোয়াড় আমাদের নেই। তবে পাল্টে গেছে সময় ভারতের মতো এখন বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররাও দাপিয়ে বেড়াচ্ছে বাইশ গজ। যাদের সর্বশেষ পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের তাইতো তাদের খেলার প্রশংসা করে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ তো বলে দিলেন একদিন ভারত বলবে বাবর-রিজওয়ানের মতো ক্রিকেটার আমাদের নেই।
বাবর-রিজওয়ানের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লতিফ বলেন, “বছর খনেক আগে আমরা বলতাম ভিরাট, রোহিত কিংবা রাহুলের মতো ক্রিকেটার আমাদের নেই। বিশেষ করে টি-টোয়েন্টিতে। তবে একদিন ভারত বলবে বাবর-রিজওয়ানের মতো ক্রিকেটার আমাদের নেই”।