আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের কল্যাণে কাজ করছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের কল্যাণে কাজ করছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

মেহেরপুর ২১ ডিসেম্বর ২০২১ :

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। জনগণের কল্যাণে এই বাহিনী সবসময়ই তৎপর ভূমিকা পালন করে।

 

প্রতিমন্ত্রী আজ মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, দেশের যেকোনো জরুরি প্রয়োজনে ও সংকটময় মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুততার সাথে এগিয়ে আসে। দেশের মানুষের স্বচ্ছন্দময় জীবন যাপনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্যপ্রযুক্তিতে আরো দক্ষ হতে হবে। এই বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

 

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

 

প্রতিমন্ত্রী এরপর বাহিনীর সদস্যদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ