আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
ক্লাব ফুটবল দল অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস।
দীর্ঘ ২৮ বছরের অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা সাফল্য এনে দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরষ্কারও। তবে এবার জাতীয় দলের বাহিরে নিজের ক্লাব ফুটবল দল অ্যাস্টন ভিলার হয়ে জিতলেন আরো একটি পুরষ্কার। চলতি বছরে দর্শক ভোটে ক্লাবটির সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন এজরি কোনসা, মেটেও ক্যাশ ও দগলাস লুইজকে। ৬৩ শতাংশ ভোট পেয়ে দর্শকদের ভোটের এই পুরস্কার জিতেছেন মার্টিনেজ। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জ্যাক গ্রিলিশ।