রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:
হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের এক সিনিয়র বাসচালক মৃত্যুবরণ করেছেন। মৃত বাসচালকের নাম মো. নুরুল ইসলাম (৪৮)।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে মিরপুর থেকে কর্মকর্তাদের ক্যাম্পাসে নিয়ে আসতে যাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে বমি করলে তাঁকে নিকটস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়। সেখানে সকাল ৮ টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, মরহুম নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র বাসচালক। তিনি (ঢাকা মেট্রো- ঝ ১৪-০৯১০৭) বাস চালাতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁর পরিবারে এক মেয়ে দুই ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।
মরহুমের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহনদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাযা শেষে লাশ নিয়ে তাঁর পরিবারের সদস্যগণ গ্রামের বাড়ি মাদারীপুরে রওনা হয়েছেন। সেখানে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।