আগৈলঝাড়ায় সনাতন ধর্মীয় আলোচনা ও গুণীজন মিলনমেলা

আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে প্রাক্তন শিক্ষক শ্রী সুনীল চন্দ্র হালদার এর গৃহ প্রাঙ্গনে তদীয় পুত্র শ্রী পার্থ সারথী হালদারের সমন্বয় এরং সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক শ্রী দিনেশ চন্দ্র জয়ধরের‌ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মহতী সনাতন ধর্মীয় আলোচনা এবং গুণীজন মিলন মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ শ্রী জনার্দন হালদার। অনুষ্ঠানের শুরুতে বেদমাতা শ্রীমতি শোভা রাণী বিশ্বাসের পৌরহিত্যে বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যমনি এবং প্রধান অতিথির আসন অলংকৃত পূর্বক বিদগ্ধ আলোচনা করেন বরেণ্য শিক্ষাবিদ, কবি,‌ লেখক ও সংগঠক এবং আগৈলঝাড়া উপজেলা আওয়ামী‌ লীগের সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কবি, লেখক, সমাজকর্মী ও ব্যাংকার সোনারতরী’র রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ শিক্ষক শ্রী দেবাশিস সরকার, আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী প্রিয়লাল মণ্ডল, সোনারতীর’র সভাপতি সহকারী অধ্যাপক শ্রী সদানন্দ বিশ্বাস, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অখিল চন্দ্র দাস, শিক্ষক শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, শিক্ষক শ্রীমতি চন্দনা বিশ্বাস, কবি লিটু হালদার ,‌ সমাজসেবী শ্রী জগদীশ ভক্ত, শ্রী কমলেশ ভদ্র, গীতা স্কুলের শিক্ষক শ্রীমতি তৃপ্তি সরকার, শ্রী দুলাল রায়, শ্রী প্রফুল্ল গাইন, শ্রী সন্দিপ গাইন টুটুল, শ্রী অমিতোষ ঘটক, শিক্ষার্থী হাসি ভদ্র প্রমুখ। অনুষ্ঠানে একটি বৈদিক স্কুল ও চারটি গীতা স্কুলের অর্ধাশতাধিক শিক্ষার্থী বেদ মন্ত্র পাঠ, গীতার শ্লোক উচ্চারণ, ভজন, বৈদিক নৃত্য ও ধর্মীয় নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানে সোনার‌তরীর পক্ষ হতে উপস্থিত পাঁচটি বৈদিক ও গীতা স্কুলকে ১০০০ টাকা করে মোট ৫০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষাবিদ‌ শ্রী সুনীল কুমার বাড়ৈ ব্যক্তিগতভাবে পাচঁটি স্কুলকে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২৫০০ টাকা প্রদান করেন। এরপরে শ্রী দিনেশ চন্দ্র জয়ধরের পৌরহিত্যে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা ও মানব কল্যাণের উদ্দেশ্যে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সভাপতির সমাপনী ভাষণের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং সভা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ