তুরস্কের আংকারায় মুজিব সড়কে মুজিব ভাস্কর্য উদ্ধোধন
তুরস্কের আংকারায় মুজিব সড়কে মুজিব ভাস্কর্য উদ্ধোধন
ঢাকা ডিসেম্বর ১৪ ২০২১ :
১৩ ডিসেম্বর তুরস্কের আংকারায় মুজিব সড়কে বাংগালি জাতির পিতা Bangabandhu Sheikh Mujibur Rahman এর ভাস্কর্য উদ্ধোধন করা হয়েছে।
গত মাসে ব্রিটেনে ভাস্কর্য উদ্ধোধনের পাশাপাশি আরো কিছু দেশে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নির্মাণ এবং উদ্ধোধনের কাজ চলছে।
অন্যদিকে,২০২২ সালের মার্চ কিংবা এর পর নাগাদ তুর্কী প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সমুহ সম্ভাবনা রয়েছে।
বিগত দিনগুলোতে তুরস্কের সাথে সাংস্কৃতিক,সামরিক,অর্থনৈতিক,কূটনৈতিক প্রায় সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন হয়েছে।
শুধু তুরস্কে অবস্থিত বাংলাদেশ এম্বাসীই নয়,বরং বাংলাদেশ-তুরস্কের হটলাইন চ্যানেলের মাধ্যমেই উভয় দেশের সরকার পর্যায়ে এক্সক্লুসিভ যোগাযোগ স্থাপিত হয়েছে।যা মুলত,যেকোন প্রেক্ষিতেই উভয় দেশের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের সৃষ্টি করেছে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সহ বেশ কিছু ক্ষেত্রে তুরস্কের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিয়োগ রয়েছে।তুর্কী সামরিক সরঞ্জাম নির্মাতা রকেটসান বর্তমান সময়ে বাংলাদেশকে তাদের সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা হিসেবে অভিহিত করছে।
অন্যদিকে বাংলাদেশীদের ভিসা সুবিধা প্রদান,তুরস্কে শিক্ষা,চিকিৎসা সহ নানা ব্যপারে তুরস্কের ইতিবাচক মনোভাব হয়েছে।
সিরিয় শরনার্থী সংকটের জন্য বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে সবসময়ই বেশ অগ্রণী ভুমিকা রেখে চলছে তুরস্ক।সামনের দিনগুলোতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তুরস্ক ইতিবাচক ভুমিকা রাখবে বলে আশা করা যায়।
২০২২ এ ঢাকা সফরে আসার সম্ভাবনা রয়েছে রিচেপ তাইপে এরদোগানের,অর্থনৈতিক,কূটনৈতিক এবং সামরিক খাতে আরো অগ্রগতির আশাবাদ।

সর্বশেষ