জাতীয় স্মৃতিসৌধে ১২-১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মহান বিজয় দিবস-২০২১ উদ্‌যাপন

জাতীয় স্মৃতিসৌধে ১২-১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ

 

ঢাকা ১৩ ডিসেম্বর ২০২১ :

 

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী
১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে সকলের সহযোগিতা  কামনা করা হয়েছে।

 

গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ত্রিমাত্রিক বা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না

 

ঢাকা ১৩ ডিসেম্বর ২০২১ :

 

মহান বিজয় দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষ্যে রাজধানীর গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না), ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সর্বশেষ