অভিষেক ম্যাচে ক্যারির বিশ্বরেকর্ড

অভিষেক ম্যাচে ক্যারির বিশ্বরেকর্ড

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি।

ব্রিসব্রেন গ্যাবায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। নিজের অভিষেক টেস্টে মোট আটজন ইংলিশ ব্যাটারের ক্যাচ তালুবন্ধী করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কোন উইকেটকিপার হিসেবে নিজের অভিষেক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ তালুবন্ধী করার রেকর্ড গড়লেন ক্যারি। এরআগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৭ ক্যাচ নিয়ে যথাক্রমে সবার প্রথমে ছিলো ভারতের রিশাভ পান্ট।

শুধু রিশাভ নয় নিজের অভিষেক টেস্টে ৭টি করে ক্যাচ নেওয়ার রেকর্ড আছে শ্রীলঙ্কার চামিরা দনুসিংহে দুই ইংলিশ উইকেটকিপার অ্যালন নট এবং ক্রিস রেড অস্ট্রেলিয়ার পিটার নেভিলের দখলে।

সর্বশেষ