নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী : শিল্পমন্ত্রী

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী : শিল্পমন্ত্রী

 

ঢাকা ১২ ডিসেম্বর ২০২১ :

 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ১৯৭১ সালে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। জেলার এমন কোন এলাকা নেই যেখানে শত্রু সেনাদের নিষ্ঠুর ছোবল পড়েনি। সে সময়ের নির্মম হত্যাযজ্ঞের কথা মনে করে এখনো ভয়ে আঁতকে ওঠে নরসিংদীবাসী।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী। মুক্তিবাহিনীর হাতে পরাজয় বরণ করে পাক হানাদাররা।

আজ সকালে নরসিংদীর শিল্পকলা একাডেমিতে নরসিংদী মুক্তদিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোঃ মারুফ খান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কামন্ডার মোতালিব পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

সর্বশেষ