প্রবাস সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদানের জন্য প্রথম প্লাটফর্ম ‘প্রবাসী
প্রবাস সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদানের জন্য প্রথম প্লাটফর্ম ‘প্রবাসী
ঢাকা ১১ ডিসেম্বর ২০২১ :
বাংলাদেশী এবং সারা বিশ্বে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক তৈরি, যোগাযোগ পরিচালনা এবং প্রবাস সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদানের জন্য প্রথম প্লাটফর্ম হিসেবে “প্রবাসী” যাত্রা শুরু করেছে।
অ্যাপটির মাধ্যমে বাংলাদেশের দক্ষ প্রবাসীরা তাদের দীর্ঘকালীন বিদেশে কাজ করার অভিজ্ঞতা, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদ্যমান কাজের সুযোগ ও বিদেশে উন্নত পড়াশোনার জন্য যাবতীয় তথ্য শেয়ার করতে পারবেন। বিদেশ গমন ইচ্ছুক এবং প্রবাসীদের নির্ভুল তথ্য সেবা প্রদানের মাধ্যমে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রবাসী’র নিরলস যাত্রা অব্যাহত থাকবে।
৩০ মার্চ , ২০২১ হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন , ‘বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীদের সহজে ও সাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে, কারণ প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না, সময় ও অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে ‘প্রবাসী’, প্রবাসীদের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে।’
এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবীর বিন আনোয়ার, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হুসনে আরা বেগম এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক (সচিব), বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি। টিনা এফ জাবিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি ডিভিশন। আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
প্রবাসী সেবা লিমিটেড এর প্রতিষ্ঠাতা কানিজ ফাতিমা অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্য দেন এবং প্রবাসী উদ্যোগ সম্পর্কে সকলকে অবহিত করেন ।
অনুষ্ঠানে প্রবাসীদের সাথে সংযুক্ত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ