আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ সাবেক ইংলিশ কিংবদন্তি মিচেল ভনের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।
আজ ব্রিসবেনের গ্যাবায় চিরপ্রতিদ্বন্দ্বী স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন ইংলিশ ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের নতুন রেকর্ড গড়লেন ইংলিশ দলপতি জো রুট। চলতি বছরে ইংল্যান্ডের জার্সি গায়ে এখন পর্যন্ত ইংল্যান্ড টপ অর্ডার জো রুট রান করে ১৪৮৩। এরআগে ইংলিশদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথমস্থানে ছিলো সাবেক ইংলিশ কিংবদন্তি মিচেল ভনের দখলে। ২০০২ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে ভন করেছিলেন ১৪৮১ রান।
তাছাড়া ইংলিশদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচের মধ্যে রুটের নাম আছে আরো দুইবার। ২০১৬ সালে ১৪৭৭ রানের পর ২০১৫ সালে করেছিলেন ১৩৮৫। এইদিকে একপঞ্জিকাবর্ষে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন উইকেটকিপার ব্যাটারজনি বেয়ারস্টো। ২০১৬ সালে তিনি ১৪৭০ রান করেছিলেন।