শরীয়তপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা করেছেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
এ ব্যাপারে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা অত্যন্ত মানহানিকর। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং সরকার তথা দেশের জনগণের জন্য মানহানিকর। তাই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মামলা দায়ের করেছি।
এছাড়াও মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকালে শরীয়তপুর শহরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ এবং সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, কলেজের সভাপতি সোহাগ বেপারী, উপজেলার সাধারন সম্পাদক রাশেদুজ্জামান সিকদার, পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমূখ।