শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বারবার নির্বাচিত চেয়ারম্যান, সমাজ সেবক, ব্যবসায়ী, দানবীর, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসাইন খান। বুধবার রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এব্যাপারে আলহাজ্ব আনোয়ার হোসাইন খান বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে যা যা করনীয় সকল কিছু করবো, ইনশাআল্লাহ। এজন্য আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন।