ভৈরবে সরকারী হাসপাতলের নার্স ববিতার বিরুদ্ধে রোগীসাথে অসদাচরণের অভিযোগ

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্স ববিতার বিরুদ্ধে রোগীরসঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাগর নামে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মূমুর্ষ অবস্থায় তার মা বাবা গত ৭ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করেন।

তিন নম্বর বেডে থাকা সাগরের মা বাবা সঠিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য নার্স ববিতার কাছে আকুতি মিনতি করলে উপস্থিত রোগী ও রোগীর স্বজনদের সম্মুখে সাগর নামক ওই রোগীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রোগীর মা ও বাবার সাথে ক্ষিপ্ত হয়ে অসদাচারণকরে। এসময় প্রত্যক্ষদর্শী দানিছ জানান, আমাদের সামনে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স ববিতা বেগম অজ্ঞান পার্টির খপ্পরে পরা মূমুর্ষ রোগী সাগর কে ধাক্কা দিয়ে হাসপাতালের বেডে ফেলে দেয় এবং এ ঘটনা দেখে রোগীর মা ও বাবা প্রতিবাদ করতেই রোগীর মা ও বাবার সাথে ক্ষিপ্ত হয়ে অসদাচরণ করতে থাকে পরে আমরা এর প্রতিবাদ করতে আসলেই নার্স ববিতা বেগম আমাদের সাথেও চরাও হয়ে বলে যে রোগী কি আমাদের স্বজন কি না? এ কথা বলে সে রোগীর কক্ষ ছেড়ে চলে যায়।

এসময় আমরা উক্ত বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদ আলম কে বিষয়টি অবহিত করেন বলে জানান তিনি। এব্যাপারে, রোগী সাগরের মা খোদেজা বেগম ও বাবা রাফি উদ্দিন বলেন, আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত নার্সের কাছে গিয়ে সেবা চাইতে গেলে সে রোগীকে সঠিক সেবার পরিবর্তে স্ব জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমাদের সাথেও ক্ষিপ্ত হয়ে অসদাচরণ করেন। উক্ত ঘটনায় হাসপাতালের সিনিয়র নার্স আসমা বেগম বলেন, উক্ত ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং রোগীর স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা হাসপাতালের দায়িত্বরত টিএইচও খুরশিদ আলম স্যার কে বিষয়টি জানান। উক্ত ঘটনায় টিএইচও খুরশিদ আলম বলেন,উক্ত ঘটনায় রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ