অধিনায়ক হিসেবে কোহলির শতকের রেকর্ড

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতকের রেকর্ডে দ্বিতীয় স্থানে আছে ভারতের সাবেক ওয়ানডে অধিনায়ক ভিরাট কোহলি।

গতকাল সদ্য প্রকাশিত ভারত ওয়ানডে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যার ফলে এতোদিন ভারতকে দলপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া টপ অর্ডার ব্যাটার ভিরাট কোহলির নামের পাশে যুক্ত হয়ে গেলো সাবেক অধিনায়কের তকমা। অধিনায়ক হিসেবে অনেক রেকর্ড গড়েছেন আবার অনেক সময় দলকে জিতিয়েছেন তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভিরাট কোহলি অধিনায়কত্বের পরিসংখান খুঁজতে গেলে বের হয়ে এলো নতুন এক রেকর্ড। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের পর অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করছেন ভিরাট।

অবসরের আগ পর্যন্ত অধিনায়ক হিসেবে যেখানে রিকি পন্টিং করেছিলেন ২২টি সেঞ্চুরি সেখানে ভিরাট কোহলি করেছেন ২১টি সেঞ্চুরি। এইদিকে অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স করেছিলেন ১৪টি ওয়ানডে সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১১টি সেঞ্চুরি আছে আরেক ভারতীয় সৌরভ গাঙ্গুলীর দখলে।

সর্বশেষ