আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ইনিংস এবং ৮ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২১৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্বাগতিক বাংলাদেশের শুরুটা হয়েছে ছন্নছাড়া। দলীয় ১২ রানের মাথায় দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ টাইগার দলপতি মুমিনুল হক। তরুণ নাজমুল হোসেন ফিরেন ৬ রান করে।
মাত্র ২৫ রানের মাথায় প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন ব্যাট হাতে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে চেয়েছিলো উইকেটকিপার লিটন দাশ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত ৪৫ রানের মাথায় সাজিদ খানের শিকার হয়ে লিটন ফিরলে ভাঙে দুইজনের গড়া পঞ্চম উইকেটের ৭৩ রানের জুটি। লিটন ফিরলেও অভিজ্ঞ সাকিব আল হাসাকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন মুশফিক তবে রান আউটের শিকার হয়ে ৪৮ রান করে মুশফিকুর ফিরলে ভাঙে বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটি। শেষদিকে সাকিব আল হাসানের ৬৩ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে কেবল। তবে শেষের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সাজিদ খান ৪টি শাহিন আফ্রিদি এবং হাসান আলি নেন ২টি করে উইকেট।
এর আগে ফলো-অন এড়াতে পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। যার ফলে দিনের প্রথম সেশনে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রানে পিছিয়ে থেকে আবারো ব্যাটিংয়ে নামে তারা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৩০০/৪ ডিঃ (প্রথম ইনিংস)
বাবর ৭৬ আজহার ৫৬
তাইজুল ২/৭৩ খালেদ ১/৪৯
বাংলাদেশ ৭৬/৭ (প্রথম ইনিংস)
সাকিব ৩৪ নাজমুল হোসেন ৩০
সাজিদ ৮/৪২ আফ্রিদি ১/৩
দ্বিতীয় ইনিংস ২০৫/১০ (ফলো-অন)
সাকিব ৬৩ মুশফিকুর ৪৮
সাজিদ ৪/৮৬ আফ্রিদি ২/৩১
ফলাফলঃ পাকিস্তান ইনিংস এবং ৮ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ সাজিদ খান।