রেল শহীদদের নাম ফলক উন্মোচন রেলপথ মন্ত্রীর
ঢাকা ৮ ডিসেম্বর ২০২১ :
১৯৭১ সালে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে রেলওয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিল তাদের নাম, পদবী, শহীদ হওয়ার তারিখ সহ একটি প্রামাণ্য স্মারক আজ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন তাঁর দপ্তরে উন্মোচন করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উত্তরবঙ্গ জাদুঘর কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি এস এম আব্রাহাম লিঙ্কন বহু বছরের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ের এ সকল শহীদদের তথ্যাদি সংগ্রহ করেছেন। সেই সংগ্রহশালা থেকে শহীদদের তথ্যাদি নিয়ে প্রস্তুতকৃত একটি নাম স্মারক উত্তরবঙ্গ জাদুঘর ও রেল ভবনে একইসাথে উন্মোচন করা হয়।
সকল শহীদদের নাম স্মারক সংরক্ষণ ও জনগণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রী রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন । এছাড়া পর্যায়ক্রমে উত্তরবঙ্গ জাদুঘরকে সৈয়দপুর, ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের রেল শহীদদের তালিকা প্রস্তুত করে রেলকে সরবরাহের অনুরোধ জানান । মন্ত্রী উত্তরবঙ্গ জাদুঘরের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ৭১ গণহত্যার শিকার শহীদ আব্দুর রহমান চৌধুরী (রেলওয়েতে কর্মরত ছিলেন) এর ছেলে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক এলাহী চৌধুরী।