রেল শহীদদের নাম ফলক উন্মোচন রেলপথ মন্ত্রীর
রেল শহীদদের নাম ফলক উন্মোচন রেলপথ মন্ত্রীর
ঢাকা ৮ ডিসেম্বর ২০২১ :
১৯৭১ সালে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে রেলওয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারী পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিল তাদের নাম, পদবী, শহীদ হওয়ার তারিখ সহ একটি প্রামাণ্য স্মারক আজ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন তাঁর দপ্তরে উন্মোচন করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উত্তরবঙ্গ জাদুঘর কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি এস এম আব্রাহাম লিঙ্কন বহু বছরের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ের এ সকল শহীদদের তথ্যাদি সংগ্রহ করেছেন। সেই সংগ্রহশালা থেকে শহীদদের তথ্যাদি নিয়ে প্রস্তুতকৃত একটি নাম স্মারক উত্তরবঙ্গ জাদুঘর ও রেল ভবনে একইসাথে উন্মোচন করা হয়।
সকল শহীদদের নাম স্মারক সংরক্ষণ ও জনগণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে রেলপথ মন্ত্রী রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন । এছাড়া পর্যায়ক্রমে উত্তরবঙ্গ জাদুঘরকে সৈয়দপুর, ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের রেল শহীদদের তালিকা প্রস্তুত করে রেলকে সরবরাহের অনুরোধ জানান । মন্ত্রী উত্তরবঙ্গ জাদুঘরের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ৭১ গণহত্যার শিকার শহীদ আব্দুর রহমান চৌধুরী (রেলওয়েতে কর্মরত ছিলেন) এর ছেলে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক এলাহী চৌধুরী।

সর্বশেষ